ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় চার শিশু নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ১০ জুলাই ২০২৪

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় চার শিশু নিহত হয়েছে। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন এ কথা জানিয়েছে।

রিপোর্ট অনুযায়ী,প্রায় ১০ জন আহত হয়েছে।

টেলিভিশন চ্যানেলটি আরও বলেছে,ইসরায়েলের আর্টিলারি নুসিরাত,বুরেজ এবং আল-মুগরাকা শরণার্থী শিবিরে গোলাবর্ষণ করছে।
ইসরায়েলি বাহিনী গাজার পাশাপাশি লেবানন ও সিরিয়ার কিছু অংশে বিমান হামলা চালাচ্ছে। পশ্চিম তীরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি