গাজায় হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একমত নন আরব নেতারা
প্রকাশিত : ১০:৪৬, ১২ নভেম্বর ২০২৩
গাজা উপত্যকায় অব্যাহত ইসরাইলি বোমা বর্ষণের বিরুদ্ধে আরব-ইসলামি নেতারা সোচ্চার হলেও দেশটির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেননি তারা।
ইসরাইল-গাজা যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরব, আরব লিগ, ইসলামি সহযোগিতা সংস্থার যৌথ উদ্যোগে রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার জরুরি সম্মেলনে বসেন আরব লিগের ২২ সদস্য দেশ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য ৫৭ দেশের নেতারা।
সম্মেলনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইল অপরাধ ও সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। কিন্তু সম্মেলনের ফলাফলে এই যুদ্ধ কিভাবে মোকাবেলা করতে হবে সে ব্যাপারে তাদের মধ্যে বিভক্তি দেখা দেয়।
এদিকে, এখনও গাজার আল-শিফা হাসপাতালের চারপাশ ঘিরে রেখেছে ইসরাইলের স্নাইপার সেনা এবং ট্যাঙ্ক। নিবিড় পরিচর্যা বিভাগকেও টার্গেট করে হামলা চালানো হচ্ছে।
হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালের মূল অক্সিজেন লাইন। গাজার হাসপাতালে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। সেদিন থেকেই গাজায় বিরামহীন হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের বেশির ভাগই নারী ও শিশু।
এএইচ
আরও পড়ুন