ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

গাজায় ২৪ ঘণ্টায় আরও ২শ জনকে হত্যা করেছে ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ১২ ডিসেম্বর ২০২৩

গাজা উপত্যকায় বিমান হামলায় গেল ২৪ ঘণ্টায় আরও ২শ জনকে হত্যা করেছে ইসরায়েল । মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।

কর্তৃপক্ষ জানায়, মধ্য গাজার দেইর বালাহ শহরে রাতভর হামলায় সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া খান ইউনিস জাবালিয়াসহ অন্যান্য শহরেও বোমা বর্ষণ অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে, গাজায় স্থল অভিযানের সময় হামাসের প্রতিরোধে আরও ৪  ইসরায়েলি সেনা নিহত হয়েছে।  খান ইউনিস থেকে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। বর্তমানে খান ইউনিসে ট্যাঙ্ক নিয়ে টহল দিচ্ছে দখলদাররা। অন্যদিকে, হামাসকে ধ্বংস করা না করা পর্যন্ত ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
 

 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি