ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজায় ৮ হাজার হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ৭ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

গাজায় চতুর্থ মাসে গড়াল ইসরায়েলের আগ্রাসন। হামাসের গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংসের দাবি করেছে দেশটি। সেনাবাহিনীর মুখপাত্র জানান, এই ঘাঁটি থেকেই পুরো উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করতো সংগঠনটি।

উত্তর গাজায় গেল তিনমাসে ৮ হাজার হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেন তিনি। হামাসকে নির্মূলে এখন থেকে গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে মনোনিবেশের কথাও জানান। 

এদিকে রাতভর উপত্যকার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। খান ইউনিসে একটি আবাসিক ভবনে হামলায় নিহত হয়েছে সাতজন। 

পশ্চিমতীরের বিভিন্ন শহরেও ইসরায়েলের সহিংসতা অব্যাহত রয়েছে। জেনিনে বোমা হামলা চালিয়েছে সেনারা। 

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়াতে আগ্রহী নয় ইসরায়েল। তবে আত্মরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তেলআবিব।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি