ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি নির্বাচনের ভোট চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ২৬ জুন ২০১৮ | আপডেট: ১০:৫৬, ২৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট চলছে। মঙ্গলবার সকাল আটটায় ভোট শুরু হয়, চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত। শুরুতেই বিপুল সংখ্যক মানুষকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। এদের মধ্যে নারী ভোটার বেশি।
প্রথমবারের মত দলীয় মার্কায় সিল দিয়ে সিটি করপোরেশনের নতুন নেতৃত্ব বেছে নিচ্ছেন গাজীপুরের ১১ লাখ ৩৭ হাজার ভোটার।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ব্যাপক নিরাপত্তার মধ্যে এ সিটি করপোরেশনের ৪২৫টি ভোট কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়েছে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেছেন, যে কোনো অনিয়মের চেষ্টা তারা কঠোরভাবে দমন করবেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির ধানের শীষ প্রার্থী হাসান উদ্দিন সরকার মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বী হলেও আরও পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কাজী মো. রুহুল আমিন (কাস্তে), বাংলাদশে ইসলামী ফ্রন্টের অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন (মোমবাতি), ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান (মিনার) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা)। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি মার্কায় লড়ছেন ফরিদ আহমদ।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি