ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

গাজীপুর সিটিতে মেয়র পদে আ.লীগ-বিএনপিতে আলোচনায় যারা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৪৯, ৩ এপ্রিল ২০১৮

গাজীপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পরই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। মেয়র পদে আবারো আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী দলের মহানগর সভাপতি আজমত উল্লাহ খান। নৌকা প্রতীক চাইছেন নগর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমও। আর বিএনপির টিকিট নিয়ে এবার নগরপিতার দৌঁড়ে সামিল হতে চান কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার।

১৫ মে হতে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন। এবার দলীয় প্রতীকে হবে এই ভোট। তাই মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির টিকিট পেতে কাজ করছেন একাধিক নেতা।

দলের সভাপতি শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে গাজীপুরকে আধুনিক নগরী করতে চান নগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা। বলেন, দল মনোনয়ন নিশ্চিত করার পর নির্বাচন কমিশেনর বেধে দেওয়া নিয়মকানুনের মধ্যে আমরা প্রচারণা চালিয়ে যাব।

গাজীপুর সিটিতে নৌকার কাণ্ডারি হতে চান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমও। তিনি বলেন, ভোটারের কাছে আমরা ভোট চাই নৌকার জন্য। আমরা একটি পরিকল্পিত নগরী হিসেবে গাজীপুরকে গড়ে তুলতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছি।

আর ধানের শীষ প্রতীকে মাঠে নামতে দলের সমর্থনের অপেক্ষায় বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, খালি মাঠে আওয়ামী লীগকে আমরা ছেড়ে দেব না। আমরা নির্বাচন করবো। যদি কোনো ব্যত্যয় ঘটে জনগণ দেখবে।

বর্তমান মেয়র অধ্যাপক এম এ মান্নান দলের সমর্থনে আবারো ভোটে আগ্রহী। গত নির্বাচনে এক লাখের বেশি ভোটের ব্যবধানে আওয়ামী লীগের আজমত উল্লাকে হারিয়ে তিনি মেয়র হন কেন্দ্রীয় বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

৫৭টি ওয়ার্ডের গাজীপুর সিটিতে ভোটার ১১ লাখ ৬৪ হাজার।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি