‘গাজীপুরবাসী যে রায় দিবেন মাথা পেতে মেনে নেব’
প্রকাশিত : ১০:১৩, ২৬ জুন ২০১৮ | আপডেট: ১১:২০, ২৬ জুন ২০১৮
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জনগণ যে রায় দিবেন, তা মাথা পেতে মেনে নিবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার সকাল নয়টা ১০ মিনিটের দিকে নগরীর ৩০ নং ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেয়ে জারাকে সঙ্গে নিয়ে ভোট দেন জাহাঙ্গীর আলম।
পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছি। জনগণ আমাকে লাখ লাখ ভোটে বিজয়ী করবেন।’
এদিকে সকালে নিজের ভোট শেষে ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের মারধর করে বের করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।
তার অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ‘উনি (হাসান উদ্দিন সরকার) গাজীপুরবাসীর সঙ্গে মিথ্যাচার করেছেন। এটাই বিএনপির রাজনীতি। তার কোনো এজেন্টকে মারধর কিংবা বের করে দেয়া হয়নি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতিক হিসেবে ভোটে জয়-পরাজয় প্রশ্নে আমি সব সময় শ্রদ্ধাশীল। গাজীপুরবাসী যে রায় দিবেন, আমি তা মাথা পেতে মেনে নেব।’
এ সময় জাহাঙ্গীর আলম জানান, এখন পর্যন্ত সব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেজন্য তিনি চেষ্টা করছেন। নিজে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখবেন বলেও জানান নৌকার এই প্রার্থী।
এসএ/
আরও পড়ুন