গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫০ বসতঘর
প্রকাশিত : ১০:১৬, ২৮ এপ্রিল ২০১৮
গাজীপুর জেলার কালিয়াকৈরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০টি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্বচান্দরা সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বচান্দরা সাহেবপাড়া এলাকায় প্রথমে একটি বাসা বাড়িতে আগুন লাগে। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। মুহূর্তেই আগুন পাশের আজহার মিয়া, জিয়া উদ্দিন, মো. মঞ্জু, চান মিয়া ও বুলবুল আহমেদের মালিকানাধিনসহ ৭টি বাসা বাড়ি ও একটি ওয়েলিং কারখানায় ছড়িয়ে পড়ে।
পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ৭টি বাসা-বাড়ির প্রায় ৫০টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ আলী জানান, দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, আগুনে ৭টি টিনশেড বাড়ির প্রায় ৫০টি কক্ষ পুড়ে গেছে।
এমজে/
আরও পড়ুন