গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট
প্রকাশিত : ১১:১৪, ২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:১৪, ২ অক্টোবর ২০১৬
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে যমুনা গ্র“পের কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। এদিকে বেনাপোল বন্দরের একটি শেডে আগুন লেগে পুড়ে গেছে আমদানি করা মালামাল। ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দর থানার একাংশ। আগুন লাগার কারণ জানা যায়নি।
ভোর সোয়া পাঁচটার দিকে সফিপুরে যমুনা গ্র“পের ডেনিম রিসাইক্লিং প্ল্যান্টে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের সুতা ও তুলার গোডাউন, ফিনিশিং ও নিটিং সেকশনে।
খবর পেয়ে কালিয়াকৈর, ইপিজেড, জয়দেবপুর, টঙ্গি, সাভার ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ছুটে আসে। আগুন নিয়ন্ত্রণে তাদের সঙ্গে যোগ দেয় আরো চারটি ইউনিট।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এদিকে বেনাপোল স্থলবন্দরের ২৩ নম্বর শেডে ভোরে হঠাৎই আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বন্দর থানার একাংশ।
বন্দরের ২৩ নম্বর শেডে মূলত রাসায়নিক দ্রব্যাদি রাখা হয়। শেডের পাশেই খোলা জায়গায় রাখা আমদানি করা মালামাল ও পণ্যবাহী কয়েকটি ভারতীয় ট্রাকও আগুনে পুড়ে গেছে।
তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আরও পড়ুন