ঢাকা, শুক্রবার   ২৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ২১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরে মাটি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বন্ধু অপর ব্যবসায়ী। এসময় এলাকাবাসী ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী-জামালপুর সড়কের জামালপুর ইউনিয়নের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিব হোসেন (৩৮) কালিয়াকৈরের বোয়ালি ইউনিয়নের গাবচালা গ্রামের মুক্তার আলীর ছেলে। আহত ব্যবসায়ীর রয়েল মিয়া। তারা এলাকায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতের ওই সময়ে একটি মোটরসাইকেল যোগে জামালপুর থেকে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলেন মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া। পথে বড়ইবাড়ী-হাটুরিয়াচালা সড়কের হাটুরিয়াচালা বাজারের আগে গজারি বনের ভেতর পৌঁছালে সশস্ত্র কয়েক ছিনতাইকারী তাদের মোটরসাইকেল গতিরোধ করে। অবস্থা বেগতিক দেখে তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় ছিনতাইকারীরা ব্যবসায়ী সজিব হোসেনকে ধরে ফেলে এবং এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই সজিব নিহত হন। এসময় অপর ব্যবসায়ী রয়েল আহতাবস্থায় দৌড়ে গিয়ে ডাকাত বলে ডাক চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। তারা ধাওয়া করে ছিনতাইকারীদের দুই সদস্যকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ওই দুই ছিনতাইকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে একজনকে স্থানীয় সফিপুর মর্ডান হাসপাতালে ও অপরজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ছিনতাইকারীদের হামলায় এক ব্যবসায়ী নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় এলাকাবাসী দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি