ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের বুথ থেকে ১ কোটি ৮৪ লাখ টাকা লুটের ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি

প্রকাশিত : ১৫:৫১, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৫৫, ৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরে পল্লীবিদ্যুত এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাকের বুথ থেকে ১ কোটি ৮৪ লাখ টাকা লুটের ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। নিরাপত্তা প্রতিষ্ঠান মানিপ্লান্টের কর্মকর্তারা জানিয়েছেন, গতরাতে ৮ থেকে ৯ জনের ডাকাতদল নিরাপত্তাকর্মীকে মারধোর করে টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। gazipur atmবুধবার রাতে গাজীপুরের পল্লীবিদ্যুত এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাক বুথে টাকা রাখতে যান বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান মানিপ্লান্টের কর্মকর্তারা। বুথের ভল্টে টাকা রাখার সময় হামলা চালায় ডাকাতদল। এ’সময় নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বাধা দিলে তাদের মারধোর করে সশস্ত্র ডাকাত দল। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে ধারণা পুলিশের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি