ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

গাজীপুরে তিতাসের গ্যাসলাইনে অগ্নিকাণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ২ জানুয়ারি ২০১৮

গাজীপুরের নাওজোর এলাকায় তিতাসের সরবরাহ লাইন ফুটো হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আটটি বসতঘর ও সাতটি দোকান পুড়ে গেছে।

আজ মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, ওই এলাকার মোস্তফা কামালের বাড়ির সামনে রাস্তার পাশে তিতাস গ্যাসের সরবরাহ লাইন ফুটো হয়ে প্রায় এক সপ্তাহ ধরে গ্যাস বের হচ্ছিল। আজ মঙ্গলবার ভোরে ওই গ্যাসে আগুন লেগে প্রথমে একটি দোকানে আগুন লেগে যায়। এবং পরে তা বসতঘরে ছড়িয়ে পড়ে।

১৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি