ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৫, ২ আগস্ট ২০১৯ | আপডেট: ০৯:২৬, ২ আগস্ট ২০১৯

গাজীপুরের পুবাইলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নজরুল ইসলাম নজু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি শট গান, একটি পিস্তল, একটি মেগাজিন, এক রাউন্ড গুলি ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম নজুর বাড়ি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকায়। তার বিরুদ্ধে ১২টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদে জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী পুবাইল এলাকায় অবস্থান করে হট্টগোল করছে। সে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে গেলে তাদের লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় গোলাগুলিতে এক র‌্যাব সদস্য আহত হয়। পরে মাদক ব্যবসায়ী ও অস্ত্রবাজ নজরুল ইসলাম নজু গুলিবিদ্ধ হয়। তাকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি