ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা, বিক্ষোভ-অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ১৪ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৩:৫৭, ১৪ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকায় একটি পোশাক কারখানা বকেয়া বেতন পরিশোধ না করে বন্ধের ঘোষণা দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এইচ ডি এফ অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, আবদার এলাকায় এইচ ডি এফ অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার বেতন পরিশোধ না করে কর্তৃপক্ষ হঠাৎ কারখানা ছুটি ঘোষণা করে। এ নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকে। শ্রমিকদের গত অক্টোবর মাসের বেতন ও নভেম্বরের কয়েক দিনের বেতন বকেয়া রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান। কারখানার মালিক-কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত শ্রমিকদের বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি