ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

গাজীপুরে বয়লার বিস্ফোরনে হতাহতরা এখনোও যন্ত্রণায় ছটফট করছেন

প্রকাশিত : ১৪:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরের টঙ্গিতে বয়লার বিস্ফোরনে হতাহতরা এখনোও যন্ত্রণায় ছটফট করছেন হাসপাতালের বিছানায়। এদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় হতাশায় মুষড়ে পড়েছেন স্বজনরা। চিকৎসকরা জানিয়েছে, আহতদের কেউ কেউ স্বাভাবিক জীবনে ফিরতে পারলেও বাকীদের দীর্ঘমেয়াদে চিকিৎসা নিতে হবে। ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস লিমিটেড-এ বয়লার বিষ্ফোরণে এ পর্যন্ত ৩৩ শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। শেষ হয়নি এখনও উদ্ধার কাজ। আহতদের অনেকেই ছটফট করছেন হাসপাতালের বিছানায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন দুরাবস্থায় ভেঙ্গে গেছে অনেকের স্বপ্ন। কীভাবে চলবে সামনের দিনগুলো এমন হতাশা স্বজনদের চোখেমুখে। গুরুতর আহত হয়েও বেঁচে ফেরার শান্তনা খুঁজে পান কেউ কেউ। আহতদের কারো কারো স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে বলে জানান চিকিৎসকরা। ঈদ আনন্দকে ম্লান করে দেয়া এই দূ:সহ যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে চান স্বজনরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি