ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

গাজীপুরে ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৬, ৭ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় গাজীপুর মহানগরের একটি কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।  

রোববার সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন ৬০ বছর বয়সী মো. আব্দুল করিম।

তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন। কালীগঞ্জ উপজেলার পুটান গ্রামের বাসিন্দা ছিলেন।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. হেলাল মিয়া জানান, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রের কাজে যোগ দেন। রোববার সকাল সোয়া ৭টার দিকে নাস্তা সেরে কেন্দ্রে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি। 

পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন গাছা থানার ওসি মো. শাহ আলম। 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, আব্দুল করিম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। 

এদিকে, শনিবার রাতে ভোলার লালমোহনে একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মারা গেছেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি