গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশিত : ১২:৫৯, ২৬ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৪:০৪, ২৬ ডিসেম্বর ২০২৪
দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রাতে হারডি অ্যাসোসিয়েট কারখানার শ্রমিকরা চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে করে ওই মহাসড়কে যানবাহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা।
শ্রমিকরা জানায়, কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় হারডি অ্যাসোসিয়েট কারখানাতে গত দুই মাসের বেতন বকেয়া। মালিকপক্ষ বার বার বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলেও দেয় দিচ্ছি বলে দেয়নি। তাই বেতনের দাবিতে সকালে কারখানায় গেটে এসে জড়ো হন তারা।
ফ্যাক্টরি বন্ধ থাকায় বেতন না পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে চন্দ্রা- নবীনগর মহাসড়কে অবস্থা নিয়ে অবরোধ শুরু করে। এতে করে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তবে বিকল্প পথে উত্তরবঙ্গের যানবাহন চলাচল করছে।
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
এএইচ
আরও পড়ুন