ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, আশুলিয়ায় বন্ধ ১৯ কারখানা

গাজীপুর ও সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১২:০১, ২২ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে অন্তত ১৯টি কারখানা। 

রোববার সকালে বাঘের বাজার এলাকায় মন্ডল ইন্টিমিটস লিমিটেড নামের কারখানায়  শ্রমিকরা কর্মবিরতি করে বিক্ষোভ শুরু করেন। 

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের বাঘের বাজার এলাকার  মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা বিভিন্ন সময় হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। সকালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে বাঘের বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কাজ করছে।

অপরদিকে, সকাল থেকে গাজীপুরের শ্রীপুরের নতুন বাজার এলাকার এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা নূন্যতম হাজিরা বোনাস ও টিফিন বিল বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছে। 

এদিকে, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে শিল্পাঞ্চল আশুলিয়ায়, চালু রয়েছে অধিকাংশ কারখানা। তবে অভ্যন্তরীণ কারণে আজও শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে অন্তত ১৯টি কারখানা। 

শিল্পাঞ্চল পুলিশ-১র পুলিশ সুপার সারোয়ার আলম জানান, শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রায় সব কারখানা চালু রয়েছে। তবে নানা সমস্যার কারণে কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। 

আজ শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১৫টি কারখানা এবং আরও ৪টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে শিল্পাঞ্চলে। গতকালও অন্তত ১৬টি কারখানা বন্ধ ছিল আশুলিয়ায়।

এ মাসের শুরু থেকে শ্রমিকদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু কারখানায় অস্থিরতা বিরাজ করছিল। তবে গেল সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি