ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:১১, ১০ নভেম্বর ২০২৪

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের তৈরি হয়েছে। দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারীরা।          

শনিবার সকাল ৯টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয় এখন পর্যন্ত এই অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে।                                                

আন্দোলনরত শ্রমিকরা জানান, গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় টিএনজেড কারখানাতে শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা গত চার মাসের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এই অবরোধ অব্যাহত রেখেছে। 

গত কিছুদিন ধরে মালিকপক্ষ বেতন দেয় দিচ্ছি বলে দিচ্ছে না। অবিলম্বে তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি শ্রমিকদের । 

শিল্প পুলিশ জানায়, টিএনজেড গ্রুপে কয়েকটি কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে গতকাল সকাল থেকে এই মহাসড়ক অবরোধ করে রেখেছে।

এ কারণে মহাসড়কের উভয় পাশে টঙ্গী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে চলাচলকারী যাত্রীরা বিকল্প পথে চলাচল করছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি