ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাড়ির চেয়েও দামি আনুশকার বিয়ের লেহেঙ্গা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিরাট-আনুশকার বিয়ে নিয়ে কম খবর প্রকাশ হয়নি। বিদেশে বিয়ে। বরফের দেশে হনিমুন। একটু দূরে, কিছুটা গোপনে করা রাজসিক সেই বিয়ে নিয়ে কৌতুহল এখনও শেষ হয়নি। কারণ বিরুষ্কার বিয়ের ভেনু থেকে শুরু করে মেনু সবই ছিল চমকদার। তবে, নতুন চমক আনুশকা শর্মার বিয়ের লেহেঙ্গা। জানেন কি এর দাম কত! যে অঙ্কটা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

ভারতের ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড তারকা আনুশকা শর্মার বিয়ের ছবি এখন ইন্টারনেটে ভাইরাল। শেরওয়ানিতে অধিনায়ক কোহলিকে যেমন রাজকুমারের মতো লেগেছে, তেমনই রাজকন্যার মতো আনুশকাকে দেখে চোখ জুড়িয়েছে সবার। ক্রিকেট-বলিউড যোগসূত্রকে আরও জোরদার করলেন বিরুষ্কা। এবার সাধারণ মানুষ তাঁদের বিয়ের থেকেও বেশি অবাক হবেন আনুশকার লেহেঙ্গার দাম শুনে।

শোনা যাচ্ছে, বিয়ের দিন কনের বেশে যে ফ্লোরাল পিঙ্ক লেহেঙ্গায় মোহময়ী রূপে সেজেছিলেন আনুশকা শর্মা, তার দাম ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। যা একটি বিলাসবহুল গাড়ির থেকেও বেশি। লেহেঙ্গার দাম শুনে চোখ কপালে উঠবে অনেকেরই এটা নিশ্চিত। তবে, বড় বড় তারকাদের ক্ষেত্রে এটা অতি সাধারণ বিষয়।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি