ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

আ.লীগের সাংস্কৃতিক অনুষ্ঠান

গান কবিতায় একাত্তরের শহীদদের স্মরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ১৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৪২, ১৯ ডিসেম্বর ২০১৭

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির আয়োজনে সোমবার সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র সরোবরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

জাতীয় সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের শুরু হয়। শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

গণসংগীত শিল্পী ফকির আলমগীর, চন্দনা মজুমদার, বাপ্পা মজুমদার, কিরণ চৌধুরী, তপন চৌধুরী, স্বাধীন বাংলা বেতারের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা প্রিয়াঙ্কা ঘোষ, লালন সংগীত শিল্পী দিলরুবা খানম বর্ষা প্রমুখ।

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা, সংসদ সদস্য কাজী রোজী। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের `পায়ের আওয়াজ পাওয়া যায়` আবৃত্তি করা হয়।

 দেশাত্ববোধক গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, জাগরণের গান, দর্শক শ্রোতাদের মোহিত করে।

 

কেআই/এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি