ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৩

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৪:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামে গান গেয়ে শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি তারেক আজিজ। 

আজ দুপুরে সিএমপির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সিএমপির জনসংযোগ কর্মকর্তা মোঃ তারেক আজিজ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরহাদ হোসেন জুয়েল, মো সালমান ও আনিসুর রহমান ইফাত।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে এ ঘটনায় ২০ জনের মতো তরুণ, কিশোর জড়িত। তারা ছিনতাইকারী সন্দেহে তাকে ২নং গেট এলাকায় পিলারের সাথে দফায় দফায় মারা হয়। এরপর তার মরদেহ প্রায় এক কিলোমিটার দূরে প্রবর্তক মোড় এলাকায় নালায় ফেলে দেয়া হয়।

গত ১৪ আগস্ট এ ঘটনা ঘটে। তবে কয়েকদিন আগে গান গেয়ে গেয়ে পিটানোর এ ঘটনা ফেসবুকে ভাইরাল হলে পুলিশ আসামি চিহ্নিত করে। পুলিশ জানায়, এ ঘটনা ছাত্র জনতার মব জাস্টিস বলে মনে হলেও, এ ঘটনায় মূলত ছাত্রদের কেউ জড়িত নয়।

অপরাধীরা চট্টগ্রাম ছাত্র-জনতা ট্রাফিক নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নানা রকম অপরাধ করতো বলে জানায় পুলিশ।

এর আগে শনিবার চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় খুঁটির সঙ্গে বেঁধে রেখে এক যুবককে মারধরের ২০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। দেখা যায়, কয়েকজন যুবক চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা’ গান গাইছে আর তাকে পেটাচ্ছে।

নিহত ওই যুবক মো: শাহাদাত হোসেন নোয়াখালীর সোনাইমুড়ি থানাধীন পাঁচবাড়িয়া এলাকার নদনা গ্রামের বাসিন্দা।

ঘটনাটি নগরীর বহদ্দারহাট আখতারুজ্জামান ফ্লাইওভারের নীচে ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত শাহাদাত নগরের বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে থাকতেন এবং ফলমন্ডিতে একটি দোকানে চাকরি করতেন। ১৪ আগস্ট রাতে নগরী প্রবর্তক এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় ১৫ আগস্ট শাহাদাতের চাচা মো. হারুন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন।  

এজাহারে বলা হয়, ১৩ আগস্ট দুপুর দুইটার দিকে বাসা থেকে বের হন শাহাদাত। সন্ধ্যা ৭টার দিকে কর্মস্থলে ফোন করলে কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসবেন বলে স্ত্রী শারমিনকে জানান। কিন্তু গভীর রাত পর্যন্ত স্বামী বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করা হয়। এ সময় শাহাদাতের ফোন বন্ধ পাওয়া যায়। 

১৪ আগস্ট রাতে ফেসবুকে দেখা যায়, প্রবর্তক মোড় বদনা শাহ মিয়া (রহ.) মাজারের বিপরীতে সড়কের পাশে শাহাদাত হোসেনের মরদেহ পড়ে আছে। এদিন রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করে পরিবার।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি