ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গানকে বিদায় জানালেন রুমী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় সংগীতশিল্পী সংগীত পরিচালক আরেফিন রুমী। হঠাৎ করে আধ্যাত্মিক সাধনায় মন দিয়েছেন তিনি। শুধু তাই নয়, গান থেকেও দূরে সরে আছেন। এবার নিজেই ঘোষণা দিলেন যে- তিনি আর কখনো গান গাইবেন না।

গত ৫ মার্চ তাঁর ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে এ তথ্য নিজেই জানিয়েছেন রুমী। বেশ কিছুদিন ধরে তিনি গানের জায়গা থেকে দূরে। বিষয়টি নিয়ে ভক্ত থেকে শোবিজ পাড়ার সবখানেই চলছে গুঞ্জন। এরই মাঝে আরেফিন রুমীর এমন ঘোষণা অবাক করেছে সবাইকে।

আরেফিন রুমী বলেছেন, ‘ভাসিয়ে না দিলে তো কবুল করেন না, আশা করছি আমাকে আর কখনো কোথাও গান গাইতে দেখবেন না। ইনশাল্লাহ যে দিন আমার মরণ কালেও ফিরে আসা …‘।

ধারণা করা হচ্ছে ধর্মীয় বিষয়ে আরেফিন রুমী গভীর মনোযোগী হয়েছেন। যার কারণে তাকে আর গানে দেখা যাচ্ছে না। অদৌ গানে ফিরবেন কি-না, এ ঘোষণার পর সেটা আরও অস্পষ্ট হলো।

উল্লেখ্য, ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত বাংলা গানের একতরফা রাজত্ব ছিল রুমীর। বাংলাদেশে তিনিই একমাত্র সংগীতশিল্পী যার আমেরিকাতেও স্টুডিও আছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি