ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

গানে গানে মুখর লালন স্মরণোৎসব (ভিডিও)

প্রকাশিত : ১১:৩৬, ২১ মার্চ ২০১৯ | আপডেট: ১৪:০৫, ২১ মার্চ ২০১৯

গানে গানে মাতোয়ারা কুষ্টিয়া ছেঁউড়িয়ার আখড়া বাড়ি। বাউল-সাধু-বৈষ্ণবদের মেলা বসেছে লালনধামে। ধর্ম-বর্ণ-জাতপাত ভুলে তাঁরা গাইছেন মানুষের জয়গান।

বুধবার থেকে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়ায় শুরু হয়েছে ৩ দিনের লালন স্মরণোৎসব। সাঁইজির টানে ভক্তদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীরাও যোগ দিয়েছেন উৎসবে। আখড়া বাড়ি মুখর সাঁইজি’র গানে গানে।

বাড়ির আঙ্গিনা ছাড়াও খন্ড খন্ড আস্তানায় বসেছেন ভক্ত শিষ্যরা। ভাবগান আর আচারের যজ্ঞ পালন ছাড়াও বাউল পথ ও মতের দীক্ষাও নিচ্ছেন অনেকে।

লালন সাঁই জীবিত থাকার সময়ে দোল পূর্ণিমা তিথিতে কালী নদীর তীরে শিষ্যদের নিয়ে রাতভর গান-বাজনা ও তত্ত্ব আলোচনা করতেন, যা কালক্রমে এখন লালন স্মরণোৎসব। 

লালনভক্তদের পাশাপাশি তিনদিনের এই উৎসবে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন সাধু, গুরু বাউল, ভক্তরা। উৎসব ঘিরে গ্রামীণ মেলায় এসেছেন বিপুল সংখ্যক দর্শনার্থীও।

লালনের গান তার দর্শন ধারণ করতে পারলে সমাজের হানাহানি মারামারি রোধ করা সম্ভব, এমন আশা মেলায় আসা ভক্তদের।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি