গাবখান চ্যানেলে দুর্ঘটনার কবলে মসুরডাল বোঝাই জাহাজ
প্রকাশিত : ১৫:০৫, ২৩ নভেম্বর ২০২৩
পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর লঞ্চ ঘাট এলাকায় মালবাহী একটি জাহাজ অর্ধনিমজ্জিত অবস্থায় নোঙর করা রয়েছে। এখনো উদ্ধার কাজ শুরু হয়নি। জাহাজে ১৫শ টন মসুর ডাল রয়েছে।
জাহাজ কর্তৃপক্ষ জানায়, ঝালকাঠি গাবখান চ্যানেলে বুধবার মধ্য রাতে এম ভি স্কাই নামে মালবাহী জাহাজের সঙ্গে রূপসা-১ নামে অন্য একটি জাহাজের সংঘর্ষ হয়।
এতে মালবাহী জাহাজের নিচে ফেটে যাওয়ায় সন্ধ্যা নদীতে নোঙর করা হয়। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছেন অন্য একটি মালবাহী জাহাজ ঘটনাস্থল গিয়ে ডাল উদ্ধার করবে।
জানা গেছে জাহাজে ১৫শ টন মসুর ডাল রয়েছে। জাহাজটি যাতে পুরোপুরি ডুবে না যায় সে কারণে জাহাজটির দুই পাশে দুইটি জাহাজ দিয়ে ভাসিয়ে রাখা হয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়েই দ্রুত কাউখালী সন্ধ্যা নদীর তীরে পৌঁছে খোঁজ খবর নেন এবং বিআইডব্লিউটিএ-কে মালামাল উদ্ধারের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
এসবি/
আরও পড়ুন