গার্মেন্টস শ্রমিকের জীবনের মানোন্নয়নে বেতন বৃদ্ধির দাবী জোড়ালো হচ্ছে
প্রকাশিত : ১৬:৪৩, ২ মে ২০১৬ | আপডেট: ১৬:৪৩, ২ মে ২০১৬
দেশের অর্থনীতির মূল ভূমিকায় থাকা গার্মেন্টস শ্রমিকের জীবনের মানোন্নয়নে বেতন বৃদ্ধির দাবী ক্রমেই জোড়ালো হয়ে উঠছে। আর আন্তর্জাতিক শ্রম সংগঠন আইএলও বলছে, মালিক-শ্রমিকের সম্পর্ক উন্নয়নই পারে এই খাতটিকে সমৃদ্ধ করতে।
ভোরে আলো ফুটতেই লাখো কর্মজীবী মানুষের পদধ্বনিতে মুখরিত হয় দেশের বিভিন্ন প্রান্তের জনপদ। স্বল্প শিক্ষিত-অশিক্ষিত এই মানুষগুলোর বুনন শৈলীতে বাংলাদেশ স্বপ্ন দেখছে মধ্যম আয়ের দেশ হওয়ার। দরিদ্র এই মানুষগুলো সেসব বোঝে না। তারা চায় সব সীমাবদ্ধতা অতিক্রম করে সাচ্ছন্দে কাজ করে যেতে।
নিত্যদিনের প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ক্রমাগত দাম বাড়ায় বিব্রত তাদের জীবনযাত্রা। সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি, তার উপর এই জীবন সংগ্রামে, খানিকটা ক্লান্তও বটে তারা।
এরউপর কখনো বকেয়া বেতন-ভাতা, কখনো উৎসব ভাতার দাবীতে তাদের মাঠে নামতে হয়। তাদের স্বার্থ রক্ষায় কাজ করা শ্রমিক নেতাদেরও দাবী, বাড়–ক নূন্যতম মজুরী, আসুক সরকারি মহার্ঘ্য ভাতা।
এদিকে, গার্মেন্টস মালিক সমিতি বিজিএমইএ’র প্রেসিডেন্টও জানালেন, সংশ্লিষ্ট সবার আলোচনায় আসতে পারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত।
আর আইএলও বলছে, বেতন বাড়ানোসহ শ্রমিকের সামগ্রিক মানোন্নয়নে প্রয়োজন ট্রেড ইউনিয়নের আদর্শিক ভূমিকা। সেই সাথে কাজ করতে হবে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নেও।
হোক বেতন বৃদ্ধি নয়তো সুবিধা বৃদ্ধি, স্বস্তিতে কাজ করুক গার্মেন্টস শ্রমিক, আন্তর্জাতিক বাজারে বীরদর্পে লড়ে যাক পোশাক শিল্প, এমনটাই প্রত্যাশা সবার।
আরও পড়ুন