ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

গাসিক নির্বাচনের তারিখ নির্ধারণ রবিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫০, ১০ মে ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচনের তারিখ নির্ধারিত হবে আগামী রবিবার। ঐ দিন বিকেল ৩টায় নির্বাচন কমিশনের এক বৈঠকেই নির্বাচনের পরবর্তী দিন-তারিখ চূড়ান্ত করা হবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, “গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে আপিল বিভাগ উচ্চ আদালতের স্থগিতাদেশ বাতিল করেছেন। একই সঙ্গে আপিল বিভাগ ২৮ জুনের মধ্যে নির্বাচন করতে বলেছেন। নির্বাচন কমিশন এ আদেশের সার্টিফায়েড কপি হাতে পেয়েছে। এর প্রেক্ষিতে কমিশন প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা করেছে”।

নতুন করে তফসিল লাগবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “নতুন করে কোনো তফসিল ঘোষণার প্রয়োজন হবে না। কেবল ভোটের তারিখ নির্ধারণ করলেই হবে। আর আগামী রবিবার তাই করা হবে”।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যক্রম পর্যবেক্ষণে আরেকজন কর্মকর্তা পাঠানো আইন পরিপন্থী কিনা জানতে চাইলে তিনি বলেন, “এতে আইনের কোনও ব্যত্যয় হয়নি। আইন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা সব ক্ষমতার অধিকারী। উনি নতুন অফিসার। তাই উভয় পক্ষের চাপে রয়েছেন। তাকে সাহস দিতেই নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। তিনি তাকে সহযোগিতা করবেন”।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। আগামী ১৫ মে গাজীপুরে নির্বাচন হওয়ার দিন ধার্য ছিল সেই তফসিলে।

তবে এর আগেই সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ গত ৬ মে উচ্চ আদালতে রিট করলে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেন আদালত।

আজ বৃহস্পতিবার নির্বাচন স্থগিতের আদেশ বাতিল করে আগামী ২৮ জুনের মধ্যে ভোট করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি