ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

গাড়ির নিরাপত্তায় প্রহরী জিপিএস ট্র্যাকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ২৭ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে গাড়ির সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে গাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগ। গাড়ি চুরি, এসির অযথা ব্যবহার, ফুয়েল চুরি এবং ড্রাইভারদের সন্দেহজনক কার্যকলাপ- এসবই গাড়ি মালিকদের নিত্যদিনের দুশ্চিন্তার কারণ। এমন পরিস্থিতিতেও গাড়ির মালিককে নিশ্চিন্ত রাখবে প্রহরী জিপিএস ট্র্যাকার। 

অন্যরকম ইলেকট্রনিক্স কোং লিঃ এর উদ্যোগে এবং রকমারি.কম-এর চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগের নেতৃত্বে 'শখের গাড়ি, যত্নে রাখি' স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে প্রহরী জিপিএস ট্র্যাকারের। গাড়ি মালিকদের প্রকৃত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রহরী ১২০০০-এর অধিক গাড়ির সুরক্ষায় একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০০-এর অধিক প্রতিষ্ঠানের সহস্রাধিক গাড়ি। 

নিজস্ব গবেষণা এবং উন্নয়ন (আরএন্ডডি) টিম দ্বারা সফটওয়ার এবং হার্ডওয়ার ডেভেলপমেন্ট, প্রোডাকশন, ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে।

প্রহরীর জিপিএস ট্র্যাকার ব্যবহারকারীদের যেকোনো সময় তাদের গাড়ির বর্তমান অবস্থান লাইভ দেখতে দেয়। এতে গাড়ির মালিকরা যে কোনো স্থানে থেকে তাদের গাড়ি তদারকি করতে পারেন। প্রহরী তার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এমন কিছু অনন্য ফিচার যেমন লাইভ ট্র্যাকিং, স্পিড ভায়োলেশন এলার্ট, ইঞ্জিন লক-আনলক, ইঞ্জিন অন-অফ নোটিফিকেশন, ট্রিপ রিপোর্ট, ট্রাভেল হিস্টোরি, আনলিমিটেড জিও ফেন্স, ডেস্টিনেশন এলার্ট, প্যানিক এলার্ট, এসি অন-অফ নোটিফিকেশন, এসি ইউজেস রিপোর্ট, ডকুমেন্টেশন রিমাইন্ডার, ড্রাইভার প্রোফাইল।  

এছাড়াও ইউনিক ফিচার এর মধ্যে রয়েছে লাউড হর্ন, ডোর এলার্ট, ইন-অ্যাপ ড্রাইভার কলিং ইত্যাদি যা দেশের অন্য কোনো ট্র্যাকিং সিস্টেমে পাওয়া যায় না। 

বিটিআরসি নিবন্ধনকৃত আইএসও সনদপ্রাপ্ত এবং ভিটিএসপিএবি নিবন্ধিত একটি সেবা হিসেবে প্রহরী প্রচলিত অন্যান্য ট্র্যাকিং সিস্টেমের মধ্যে নিজেকে আলাদা করেছে।
/আআ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি