ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গায়ক শান্তনু বিশ্বাস আর নেই

প্রকাশিত : ০৮:৩০, ১৩ জুলাই ২০১৯

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গায়ক, লেখক ও নাট্য ব্যক্তিত্ব শান্তনু বিশ্বাস।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

সংস্কৃতিকর্মী কামরুল হাসান বাদল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শুক্রবার বিকেল ৪টার দিকে মারা যান শান্তনু।

জানা গেছে, গেল মঙ্গলবার অসুস্থ হওয়ার পর তাকে চট্টগ্রামের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকায় আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্টজনেরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন । তিনি ইস্পাহানি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এই কণ্ঠশিল্পীর বিশ্বাসের চারটি একক ও দুটি যৌথ অ্যালবাম রয়েছে।

উল্লেখ্য, শান্তনু বিশ্বাসের জন্ম ১৯৫৪ সালে। থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে তিনি নাটক লেখা, অভিনয় ও নির্দেশনা শুরু করেন। শুরুতে যুক্ত ছিলেন গণায়ন ও অঙ্গন থিয়েটার ইউনিটের সঙ্গে।

এমএইচ/ এসএ//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি