ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

গিরুদের হ্যাটট্রিকে শীর্ষ চারে টিকে থাকার স্বপ্ন ধরে রাখলো এসি মিলান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ২১ মে ২০২৩ | আপডেট: ১৬:৫৬, ২১ মে ২০২৩

অলিভার গিরুদের হ্যাটট্রিকে রেলিগেটেড সাম্পদোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে সিরি-এ লিগে শীর্ষ চারের স্বপ্ন টিকিয়ে রেখেছে এসি মিলান।  এর আগে দিনের শুরুতে পিছিয়ে থেকেও ভেরোনাকে ৩-১ গোলে পরাজিত করেছে আটালান্টা। এই জয়ে আটালান্টা ইউরোপীয়ান আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। আরেক ম্যাচে ক্রিমোনেসকে ৫-১ গোলে ঘরের মাঠে বিধ্বস্ত করে বোলোনিয়ার সামনেও ইউরোপীয়ান আসরে খেলার ক্ষীন সম্ভাবনা টিকে রয়েছে।

টানা তিনটি পরাজয় থেকে বেরিয়ে এসে মিলান শেষ পর্যন্ত জয়ের মুখ দেখলো। এর মধ্যে সান সিরোতে ইন্টারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যাচ দুটিও রয়েছে। টেবিলের তলানির দল সাম্পদোরিয়াকে অবশ্য দাঁড়াতেই দেয়নি মিলান। ৯ মিনিটে রাফায়েল লিয়াও মিলানকে এগিয়ে দেন। ৪০ বছর বয়সী ফ্যাবিও কুয়াগলিয়ারেলা ২০ মিনিটে সাম্পদোরিয়াকে সমতায় ফেরান। ক্যারিয়ারে এটি তার ১৮২তম গোল। কিন্তু প্রথম মৌসুমে আরো এক অভিজ্ঞ গিরুদ তখনো দলকে কিছু দেবার অপেক্ষায় ছিলেন। ৩৬ বছর বয়সী এই ফ্রেঞ্চম্যান ২৩ মিনিটে মিলানকে আবারো এগিয়ে দেন। ২৯ মিনিটে লিয়াওর আদায় করা পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন গিরুদ। ৬৩ মিনিটে ব্রাহিম দিয়াজ দলকে ৪-১ গোলে লিড উপহার দেন। পাঁচ মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন গিরুদ। এই জয়ে ল্যাজিওর থেকে এক পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে ফিরে এসেছে মিলান। ইন্টারের থেকে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে মিলান। 

ভেরোনাকে হারিয়ে অল্প সময়ের জন্য টেবিলের পঞ্চম স্থানটি দখল করেছিল আটালান্টা। ডারকো লাজোভিচ ১১ মিনিটে সফরকারীদের লিড এনে দেন। ২২ মিনিটে আটালান্টাকে সমতায় ফেরান ডেভিড জাপাকস্তা। ৫৩ মিনিটে মারিও পাসালিসের গোলে এগিয়ে যায় আটালান্টা। রাসমাস হোলান্ড ৬২ মিনিটে দারুন এক গোলে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন। 

গোল ব্যবধানে স্পেজিয়ার থেকে পিছিয়ে ভেরোনা রেলিগেশন জোনেই রয়েছে। এই দুই দল ক্রিমোনেসের থেকে ছয় পয়েন্ট এগিয়ে রয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি