গিয়াস কামাল চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৭, ২৬ অক্টোবর ২০১৮
প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের ২৬ অক্টোবর ঢাকায় ইন্তেকাল করেন তিনি।
১৯৩৯ সালের ২১ জুলাই চট্টগ্রাম শহরে জন্ম নেওয়া এই সাংবাদিক দীর্ঘদিন ভয়েস অব আমেরিকার ঢাকা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হন। এ ছাড়া তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এসএ/