ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

গুগলে চাকরি পেলেন কুবি শিক্ষার্থী অভিক

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৯, ২৩ জানুয়ারি ২০২৪

টেক জায়ান্ট কোম্পানি গুগলে টেস্ট ইঞ্জিনিয়ার পদে চাকরির জন্য ডাক পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী অভিক সরকার। 

শুক্রবার গুগলের জব অফার লেটারটি আসে। মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন অভিক।

অভিক সরকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭ম আবর্তন ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি)  বিভাগের ৪র্থ আবর্তনের শিক্ষার্থী। অভিক গুগলের তাইওয়ান শাখার টেস্ট ইন্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ১৯ জানুয়ারি (শুক্রবার) তার কাছে গুগলের জব অফার লেটারটি আসে। এর আগে মৌখিকভাবে তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

গুগলে নিয়োগ পাওয়ার অনুভূতি ব্যক্ত করে অভিক বলেন, আমি গত দেড় বছর ধরে এ প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করে আসছি। একবার বাদ পড়লে আবার আবেদন করি। এরপর আবার সকল প্রক্রিয়ার পর ভাইবাতে সিলেক্ট হয়। এরপর ২ মাস ভাইবা চলে। এরপর তারা আমাকে সিলেক্ট করে। গুগলের মতো ওয়ার্ল ওয়াইড প্রতিষ্ঠানে চাকরি করা আমার স্বপ্ন ছিল।  

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ থেকে ভাবতাম যদি এমন টেক জায়ান্ট কোম্পানির কন্ট্রিবিউটর হতে পারতাম। সাহস করে এগিয়ে যাই, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে, বলেন অভিক।

শিক্ষার্থীর এমন সাফল্যের বিষয়ে বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো: সাইফুর রহমান বলেন, আমি অভিকের ফোনটা পেয়ে যখন খবরটা শুনি তখন কাঁপছিলাম। মানুষের এমন বড় কোম্পানিতে যাওয়ার স্বপ্ন থাকে। অভিকের সেটা বাস্তবায়ন হয়েছে। মানুষের সফলতার পেছনে অবদান থাকে বাবা-মায়ের তারপর শিক্ষকের। সুতরাং আমার কাছে এটা অন্যরকম আনন্দের। 

অভিক বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে, ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করবে, যোগ করেন সাইফুর রহমান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি