ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুচ্ছ থেকে বেরিয়ে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়, ভর্তি নেবে নিজস্ব পদ্ধতিতে

ববি প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪৬, ২৪ নভেম্বর ২০২৪ | আপডেট: ১১:৫২, ২৪ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে বরিশাল বিশ্ববিদ্যালয়। এমন নীতিগত প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

উপাচার্য বলেন, আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি ভর্তি পরীক্ষা কিভাবে নেয়া যায় সেটির ব্যাপারে। সবাই নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সমর্থন করেছে। প্রাথমিক সিদ্ধান্তে আমরা স্বতন্ত্রভাবে বা নিজস্বতায় ভর্তি পরীক্ষা নিতে চাই। বাকি কাজগুলো প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করার দিকে ধাবিত হব। 

গুচ্ছের চেয়ে স্বতন্ত্রভাবে বা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে সময়ও কম লাগবে বলে জানান অধ্যাপক শুচিতা শরমিন।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এক শিক্ষক বলেন, গুচ্ছ পদ্ধিতে জটিলতা দেখা যেত এবং প্রায় ৬ মাস সময় লাগতো। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে একমাস বা দুইমাসের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায়। এছাড়া শিক্ষার্থীরা গুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে একবারই সুযোগ পেত। কিন্তু স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাধিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে তার মেধা যাচাই করার সুযোগ থাকে। এজন্য সেশনজটসহ অন্যান্য জটিলতা কমাতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার ব্যাপারে আমরা একমত।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি