ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ ধাপের ভর্তির তারিখ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চলতি বছর গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর এ ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ২৮ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান কার্যক্রম ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা হতে ২৯ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল কাগজপত্র জমা দেওয়ার বিষয়টি পরবর্তী সময়ে জানানো হবে। ইতোপূর্বে কোনো শিক্ষার্থী প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও শিক্ষার্থীর করণীয় কিছু নেই। মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়েই জমা থাকবে।


এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি