ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

গুচ্ছে হাবিপ্রবিতে পরীক্ষার্থী ১০ হাজার ২০১

হাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫৫, ১৭ মে ২০২৩

আগামী ২০ মে থেকে দেশে তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। ২০২২-২৩ সেশনে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।  ‘বি’, ‘সি’ ও ‘এ’ -তিনটি ইউনিটে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় বসবে ১০ হাজার ২০১ জন শিক্ষার্থী।

জানা গেছে, ২০২২-২৩ সেশনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে হাবিপ্রবিতে ‘বি’ ইউনিটে ৩ হাজার ৬শ’ ৮০ জন, ‘সি’ ইউনিটে ১ হাজার ৭৯ জন ও ‘এ’ ইউনিটে ৫ হাজার ৪শ’ ৪২ জন শিক্ষার্থী অংশ নিবে। তিন ইউনিটের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসের অভ্যন্তরীণ একাডেমিক ভবনগুলোতে নেওয়া হবে। 

সার্বিক বিষয় নিয়ে হাবিপ্রবি ভর্তি কমিটি-২০২৩ এর সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বলেন, ইতোমধ্যে আমাদের ভর্তি কমিটির সদস্যদের নিয়ে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সকল কাজ সুন্দরভাবে করার লক্ষ্যে সকল উপকমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী নিজেদের কাজ শুরু করে দিয়েছে কমিটিগুলো। 

এছাড়াও ভর্তি পরীক্ষায় যাতে কোনো জটিলতা ও আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেজন্য সংশ্লিষ্ট সকল দপ্তরগুলোতে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠিয়েছি। পরিশেষে সুষ্ঠু ও সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পাদনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে আগামী ২০ মে ‘বি’ ইউনিটের, ২৭ মে ‘সি’ ইউনিটের এবং ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৬ হাজার ৪শ’ ৩৪ জন, ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৩৯ হাজার ৮শ’ ৬৪ এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ৯শ’ ৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি