গুজবে কান না দেওয়ার আহ্বান আসিফ নজরুলের
প্রকাশিত : ১৭:২৫, ২৪ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৮:৫৩, ২৪ জানুয়ারি ২০২৫
বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নামে-বেনামে পেইজ থেকে দাবি করা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাত থেকে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে। বিশেষ করে পতিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা এসব গুজব ছড়ায় বলে অভিযোগ রয়েছে।
এই গুজব নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান না দেওয়ার আহ্বান তার।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে আসিফ নজরুল এই কথা বলেন।
আইন উপদেষ্টা ফেসবুকে লিখেন- ‘পাগলের প্রলাপ এর মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।’
এর আগে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতটিকে অনেকেই গুজবের রাত হিসেবে অভিহিত করেছেন। রাতভর গুজবে সয়লাব ছিল সামাজিক যোগাযোগমাধ্যম।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম লিখেন, ‘ব্যাংকক সার্জিস চলে গেছে। কুমিল্লায় হাসনাত। আসিফ দুবাই।’
এমবি//