ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গুজরাট ও হিমাচলের নির্বাচনে উন্নয়নের রাজনীতির জয় : মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ১৮ ডিসেম্বর ২০১৭

গুজরাট ও হিমাচল প্রদেশের নির্বাচনে উন্নয়নের রাজনীতির জয় হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার গুজরাট ও হিমাচল প্রদেশে বিজেপির জয়লাভের পর তিনি এ মন্তব্য করেন।

মোদি বলেন, সুশাসন ও উন্নয়নের রাজনীতিতে জনগণের দৃঢ় সমর্থন রয়েছে। গুজরাট ও হিমাচল প্রদেশের নির্বাচনে সেটাই প্রমাণিত হলো। এই রাজ্যে কঠোর পরিশ্রমের জন্য বিজেপি নেতাদের আমি স্যালুট জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই বিজয় এসেছে।

কংগ্রেসকে হারিয়ে বিজয় লাভের পর বিজেপি প্রধান অমিত শাহ বলেছেন, এ নির্বাচনে রাজবংশ ও ভোট ব্যাংকের রাজনীতির বিপক্ষে উন্নয়নের রাজনীতির জয় হয়েছে। আজ বিজেপির জন্য একটি আনন্দের দিন বলেও মন্তব্য করেছেন বিজেপি প্রধান। 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া 

/এমআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি