ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গুলশান থেকে ব্যবসায়ী অপহরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:৫৪, ২৮ আগস্ট ২০১৭

ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায় গুলশান থেকে অপহরণের শিকার হয়েছেন।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন মিয়া গণমাধ্যমকে বলেন, অনিরুদ্ধ কুমার রায় বেলারুশের ‘অনারারি কনসাল’। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে গুলশান-১ নম্বরে ইউনিয়ন ব্যাংকের কার্যালয়ের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়।

তিনি বলেন, ওই সময় অনিরুদ্ধের গাড়িচালক সেখানে ছিলেন। নিজের গাড়িতে উঠার সময় দুজন লোক এসে তার সঙ্গে কথা বলেন। তাকে ধাক্কা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি মাইক্রোবাসে তুলে নেন। তাকে অপহরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

অনিরুদ্ধ কুমার রায় গুলশানের ১৪০ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে থাকেন।

 

//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি