ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

গুলশানে জিম্মি হত্যা বিশ্বজুড়ে চলমান সন্ত্রাসী হামলারই অংশ

প্রকাশিত : ১৩:০৭, ৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:০৭, ৭ জুলাই ২০১৬

গুলশানে জিম্মি হত্যা বিশ্বজুড়ে চলমান সন্ত্রাসী হামলারই অংশ। এতে জাপান-বাংলাদেশের মধ্যে সম্পর্কে খুব একটা চিড় না ধরলেও, মানুষের মনে রেখাপাত করবে দীর্ঘদিন। একুশে টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে এসব বলেন টোকিও ব্রডকাস্টিং সিস্টেম- টিবিএসের সাংবাদিকেরা। গুলশান হামলায় নিহত জাপানিদের একজন রুইসান। পড়ালেখা শেষে ২০০৮ সালে বাংলাদেশে এসে স্বাস্থ্যসম্মত টয়লেট উপহার দিতেন ঢাকার বস্তিবাসীকে। গুলশান হামলায় নিহত হওয়ার পর রুইসানের কর্মকে তুলে ধরেছে টোকিও ব্রডকাস্টিং সিস্টেম। জঙ্গী হামলা পরবর্তী দু’দেশের সম্পর্ক নিয়েও ধারণা দিয়েছেন সাংবাদিকেরা। এদেশে আইএস আছে, কী নেই এমন তর্কের চেয়ে ঘটনার মূলে পৌঁছানোর দাবি করেন মাতসুই। মেট্রো রেলসহ অন্য সহযোগিতা আর উন্নয়নে কোন প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে যেমনটি বলছিলেন জাপানি সাংবাদিক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি