ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

গুলির বদলে বোমা ছুঁড়বে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ২৬ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:১৯, ২৬ মার্চ ২০১৮

পাকিস্তান ওপার থেকে একটি গুলি চালালে, ভারত এপার থেকে কমপক্ষে একটি বোমা ফেলবে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দলের প্রধান অমিত শাহ। কাশ্মীর সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে চলা উত্তেজনার মধ্যেই বিজেপি প্রধান এই মন্তব্য করেন।

বিজেপি সভাপতির আরও বলেন পাকিস্তানকে ঠাণ্ডা করতে বোমাই একমাত্র সমাধান। এদিকে বোমা ও বুলেটের মাঝে কোন শান্তি আলোচনা চলতে পারে না বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। ক্ষমতাসীন দলের প্রধানের এমন মন্তব্যে কাশ্মীর সীমান্তে দুই দেশের চলমান উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। এ ছাড়া প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা তাদের।

এর আগে গত সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার অপর পাশ থেকে পাকিস্তানি বাহিনীর ছোঁড়া গোলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ করে ভারত। গত মাসে কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখার অপর পাশ থেকে ছোঁড়া পাকিস্তানি গোলায় ভারতীয় সেনাবাহিনীর ২২ বছর বয়সী এক নাবিকসহ চারজন নিহত হয়েছিলেন।

সূত্র: জি নিউজ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি