ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

গুলিস্তানে বিস্ফোরণ: আরও একজনের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ৯ মার্চ ২০২৩ | আপডেট: ১৩:২৪, ৯ মার্চ ২০২৩

গুলিস্তানের সিদ্দিক বাজারের কুইন টায়ারের বেজমেন্ট থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। ভবনে আর কোন মরদেহ নাই এমন ধারণা উদ্ধারকারি দলের। বিস্ফোরিত ভবনের নকশা পাওয়া যায়নি বলে জানিয়েছে রাজউক। 

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরিত ভবনে বৃহস্পতিবার সকাল থেকে তৃতীয় দিনের মত উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। আরও একজন নিখোঁজ স্বজনের এমন বক্তব্যের ভিত্তিতে খুঁজে পান একজনের মৃতদেহ। 

দুপুর ১২টার দিকে উদ্ধার করা হয় মরদেহটি।

ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আকতারুজ্জামান বলেন, এখানে আর কোন মরদেহ থাকার সম্ভবনা কম। উদ্ধার কাজ খুব শিগগীরই শেষ করার কথাও জানান তিনি।  

তিনদিন পর হলেও স্বজনের মরদেহ পেয়ে ধন্যবাদ জানায় উদ্ধারকারি দলকে।

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজউক কর্মকর্তারা। ভবনটির নথি খুঁজে না পাওয়ার কথা জানান তারা। বলেন, নথি পাওয়ার পর বলা যাবে এটি বৈধ কি না।

এদিকে এটি কি ধরনের বিস্ফোরণ সেটি জানার জন্য আলামত সংগ্রহের কথা জানায় র‌্যাব। পরিচালক জানান ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। 

বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি