গুড়িগুড়ি বৃষ্টিতে এইচএসসি পরীক্ষার্থীরা বিপাকে
প্রকাশিত : ১২:৪৯, ১৩ মে ২০১৬ | আপডেট: ১৪:৩৩, ১৩ মে ২০১৬
শক্রবার ভোর থেকেই নগরী জুড়ে গুড়িগুড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এর আগে বৃহষ্পতিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হয়।
জামায়াতের ডাকা হরতালের কারনে পিছিয়ে যাওয়া এইচএসসি ও সমমানের নয়টি বিষয়ের পরীক্ষা হবার কথা রয়েছে শুক্রবার। দিনের শুরুর এই বৃষ্টিতে তৈরী হয়েছে জলাবদ্ধতা; রীতিমত বিপাকেই পড়তে হয়েছে শিক্ষার্থীদের। ভোগান্তী পোহাতে হচ্ছে সাধারন মানুষেরও। রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট এবং মহাখালীসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির কারনে পানি জমতে দেখা গেছে । আবহ্ধাসঢ়;ওয়া অফিস বলছে মৌসুমি বায়ুর প্রভাবে এরকম বৃষ্টিপাত আরো কিছু দিন চলবে।
আরও পড়ুন