গুয়াম ঘাঁটিতে এ মাসেই হামলা চালাতে প্রস্তুত উ. কোরিয়া
প্রকাশিত : ১২:৪২, ১০ আগস্ট ২০১৭ | আপডেট: ১৯:৫০, ১০ আগস্ট ২০১৭
প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম ঘাটি। ছবি : বিবিসি
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় গুয়াম ঘাঁটির কাছাকাছি এলাকায় চলতি মাসের মাঝামাঝি সময় চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে চায় উত্তর কোরিয়া। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি অনলাইনে এ তথ্য জানানো হয়। উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষা নিয়ে দুদেশের মধ্যে বাদানুবাদের চরম মুহূর্তে মার্কিন ঘাটিতে হামলার এই পরিকল্পনা প্রকাশ করল পিয়ংইয়ং।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, পিয়ংইয়ংয়ের নেতা কিম জং-উন এই পরিকল্পনা অনুমোদন করলে হওয়াসং-১২ রকেট জাপানের ওপর দিয়ে গুয়াম থেকে ৩০ কিলোমিটার দূরে সাগরে ফেলা হবে।
গুয়ামে মার্কিন বিমানঘাঁটি রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমানঘাঁটি। সেখানে সাবমেরিন ও কোস্টগার্ড ইউনিটও আছে। এলাকাটিতে প্রায় এক লাখ ৬৩ হাজার মানুষ বসবাস করে।
এর আগে বুধবার উত্তর কোরিয়া গুয়াম ঘাঁটিতে হামলার পরিকল্পনার ঘোষণা দেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যম এক বিবৃতির বরাত দিয়ে জানায়, দেশটির সেনাবাহিনী আগস্টের মাঝামাঝি সময় হামলা চালাতে ‘পরিকল্পনা চূড়ান্ত’ করেছে। এখন শুধু কিম জং-উনের অনুমোদনের অপেক্ষা।
যুক্তরাষ্ট্র এসব পরিকল্পনার বিষয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়ে বলেছে, মার্কিন ঘাটিতে হামলা হলে পিয়ংইয়ংয়ের অস্তিত্ব বিপন্ন হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাট্টিস বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র শক্তির বিরুদ্ধে যুদ্ধ উত্তর কোরিয়ার বিপদ ডেকে আনবে। দেশটিকে শেষ করে দেওয়া হবে।
উত্তর কোরিয়ার সেনাপ্রধান জেনারেল কিম রাক গিউমের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, দ্য হওয়াসং-১২ রকেটগুলো কেপিএ (কোরিয়ান পিপলস আর্মি) ছুড়বে। এগুলো জাপানের শিমানে, হিরোশিমা ও কোইচি এলাকার আকাশ দিয়ে উড়ে যাবে। এগুলো ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে ৩৩৫৬ দশমিক ৭ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে গুয়াম ঘাঁটি থেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে সাগরে পড়বে।
হওয়াসং নামের এই ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়া নিজেরাই তৈরি করেছে। এগুলো মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবারের ট্রাম্পের হুমকি ‘ফালতু কথা’। যেসব মানুষ আজেবাজে কথা বলে, তাকে শুধু কথা বলে দমানো যাবে না, শক্তি প্রয়োগ করলেই কেবল কাজ হবে।
ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ অনুমোদন দেয় জাতিসংঘ। এই অবরোধকে পিয়ংইয়ং তার দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করে। অবরোধ আরোপের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে সমুচিত জবাব দেওয়ারও ঘোষণা দেয় দেশটি।
এর পরপরই মঙ্গলবার উত্তর কোরিয়াকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ফের হামলার হুমকি দিলে উত্তর কোরিয়াকে আগ্রাসী জবাব দেওয়া হবে। পিয়ংইয়ংকে এমন জবাব দেওয়া হবে, যা আগে কখনো দেখেনি বিশ্ব। জবাবে পিয়ংইয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির নিন্দা জানায়।
//এআর
আরও পড়ুন