ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুয়াহাটিতে পাওলির রিসেপশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ১১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

গুয়াহাটিতে গ্র্যান্ড রিসেপশন হয়ে গেল অভিনেত্রী পাওলি দামের। রবিবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘালয়ার মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। পাওলির পরিবারের মধ্যে তার বাবা-মা ভাই এবং ঘনিষ্ঠ আত্মীয়রা ছিলে অনুষ্ঠানে।

গত ৪ ডিসেম্বর টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম বিয়ে করেছেন গুয়াহাটি নিবাসী পাত্র অর্জুন দেবকে। তবে তারকাদের বিয়ে বলতে যা বোঝায়, তার চেয়ে একটু আলাদা ছিল পাওলি-অর্জুনের বিবাহ আসর। জৌলুস ছিল, কিন্তু চাকচিক্যের বাহুল্য ছিল না। শুরু থেকে শেষ, বাঙালিয়ানাই এই বিয়ের মূল থিম ছিলো।

বিয়ের পরেরদিন বর-কনে পাড়ি দেন গুয়াহাটির উদ্দেশে। সেখানকার এক পাঁচতারা হোটেলে রবিবার বসেছিল রিসেপশনের আসর।

রিসেপশনের স্বাদবদলে নায়িকার সাজে ছিল অন্য ছোঁয়া। আগে থেকে বেছে রাখা লাল ও সোনালি রঙের পৈঠানি সিল্ক পরেছিলেন পাওলি। আর অর্জুন পরেছিলেন রোহিত বালের ডিজাইন করা শেরওয়ানি।

পাওলির জন্য হানিমুন ডেস্টিনেশন নাকি অর্জুনের পক্ষ থেকে বিগ সারপ্রাইজ। নব বধুকে খুশি রাখার মন্ত্রটা অর্জুন ভালোই জানেন।

সূত্র : আনন্দবাজার

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি