ঢাকা, মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫

গুয়েতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৫১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫

গুয়েতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে ৫১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

দেশটির একটি হাইওয়ে ব্রিজ থেকে যাত্রীবাহী বাস দূষিত খাদে পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাসটির ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

বাসটি সোমবার গুয়েতেমালার রাজধানী থেকে একটি ব্যস্ত সড়ক থেকে যাওয়ার পথে পুয়েন্তে বেলিসে দুর্ঘটনার কবলে পড়ে। সেতু পারাপারের সময় বাসটি খাদে পড়ে যায়। 

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো বাস দুর্ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

গুয়েতেমালা সিটি মেয়র রিকার্ডো কুইনোনেজ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, জরুরি পরিষেবা মোতায়েন করা হয়েছে। ট্রাফিক পুলিশ ক্ষতিগ্রস্ত এলাকায় বিকল্প রুট স্থাপনের কাজ করছে। জাতীয় সিভিল পুলিশ জানিয়েছে, তারা অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছে এবং ‘প্রয়োজনীয় সকল সহায়তা’ প্রদান করবে।

সোশ্যাল মিডিয়ায় ফায়ার ডিপার্টমেন্টের শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের দূষিত গিরিখাত থেকে বের করে আনছেন। ছবিতে বাসটিকে উল্টে আছে দেখা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি