ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গৃহবধূকে গ্রাম্য শালিশ বৈঠকে বেঁধে নির্যাতনের পর মাথা ন্যাড়া

প্রকাশিত : ১১:১৫, ২৮ মার্চ ২০১৬ | আপডেট: ১১:১৫, ২৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

পটুয়াখালীর ইছাদি গ্রামে রাবেয়া বেগম নামে এক গৃহবধূকে গ্রাম্য শালিশ বৈঠকে বেঁধে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেয়ার অভিযোগ উঠেছে। নির্যাতিত নারীকে গলাচিপা থানা হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। এক ছেলে আর এক মেয়ে নিয়ে রাবেয়া ও হাবিবের সংসার। দুই সন্তানের মা রাবেয়ার বিরুদ্ধে হঠাৎই অভিযোগ ওঠে একই এলাকার মিজানের সাথে পরকীয়া প্রেমের। তারই জের ধরে গত শনিবার সন্ধ্যায় শালিশ বসে। সেখানে রাবেয়ার হাত-পা বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি তারা। এক পর্যায়ে চেয়ারম্যান খালেদুল ইসলাম স্বপনের নির্দেশে তার মাথা ন্যাড়া করে দেয়া হয়। খবর পেয়ে সেই রাতেই গলাচিপা থানা পুলিশ রাবেয়াকে হেফাজতে নিয়ে আসে। পরদিন ঘটনায় জড়িত সন্দেহে সামসুল হক ডাকুয়াকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি