ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

গেইলকে ধন্যবাদ দিলেন মাহমুদউল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ১১ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজ সফর ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) মিলিয়ে ৭৬ দিন পর ৯ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। সামনে এখন এশিয়া কাপ মিশন। তাই মাত্র একদিনের বিরতি নিয়ে দলের সঙ্গে যুক্ত হতে আরব আমিরাতের উদ্দেশে পাড়ি জমান তিনি।

দেশ ছাড়ার আগে সিপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘বলব না, শতভাগ দিতে পেরেছি। তবে চেষ্টা করেছি। একে মোটামুটি পারফরম বলা যায়। হয়তো সব কিছু মনের মতো হলে আরও ভালো করতে পারতাম। বেশিরভাগ ইনিংসে ভালো শুরু পেয়েছি। তবে সেটি লম্বা করতে পারিনি। ১৪-২২ এর মধ্যে আটকে গেছি।’

তিনি আরও বলেন, ‘মূলত আমার ওপর আস্থা রেখেছেন ক্রিস গেইল। সব কিছুর জন্য তাকে (গেইল) ধন্যবাদ দেব। তিনি আমাকে যেতে বলেছিলেন। তার চাওয়াতেই গিয়েছিলাম। আমিও তার আস্থার প্রতিদান দিতে চাচ্ছিলাম। ছোট ইনিংস হলেও দলের জয়ে কাজে লেগেছিল। ভালো লাগছে দল জিতেছে, শীর্ষ চারে উঠেছে।

উল্লেখ্য, সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের জার্সিতে আটটি ম্যাচ খেলেন মাহমুদউল্লাহ। ছয় ইনিংসে ব্যাট করে ৮৭ রান করেন এই টাইগার তারকা, গড় ২১.৬। বল হাতে নেন ৪ উইকেট।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি