ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গেইলেও রক্ষা হলো না সেন্ট কিটসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ১০ আগস্ট ২০১৮

তিনি স্বভাবসুলভ খেলেন। ক্রিজে যতক্ষণ থাকেন, রানের চাকা ততক্ষণই রাখেন সরব। এদিনও তার ব্যত্যয় ঘটেনি। তবে স্বভাবসুলভ মারদাঙ্গা ব্যাটিং না করলেও তিতু হয়ে করেছেন ৮৬ রান। এরপরও বড় স্কোর করতে না পারায় শেষ পর্যন্ত হারতেই হলো গায়ানাকে।

গেইলের তাণ্ডব সত্ত্বেও নিজেদের প্রথম ম্যাচে পরাজয় দেখতে হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিসকে। বুধবার পর্দা উঠে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের। দ্বিতীয় দিন বৃহস্পতিবার মাঠে নামে ক্রিস গেইলের সেন্ট কিটস অ্যান্ড নেভিস। তাদের প্রতিপক্ষ ছিল গায়ানা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে সেন্ট কিটস। গেইল ছাড়া আর কেউই ১৫ রানের বেশি করতে পারেননি। তাই দলীয় সংগ্রহ ১৪৫ রানের বেশি হয়নি।

গেইল এদিন ইনিংসের গোড়াপত্তন করতে এসে ১৮.৩ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। এ সময় ৬৫টি বল মোকাবেলা করে ৫টি ছয় ও ৭টি চারে ১৩২.৩০ স্ট্রাইক রেটে রান করেন ৮৬টি। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন টম কুপার ও বেন কাটিং। বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ সেন্ট কিটসের দলে থাকলেও এদিন তাকে মাঠে নামায়নি।
গায়ানার পক্ষে কিমো পল ২টি, সোহেল তানভীর, ইমরান তাহির ও ক্রিস গ্রিন ১টি করে উইকেট নেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি