ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গেম অব থ্রোনস অভিনেতা রায় ডোট্রিস আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ১৯ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

প্রবীণ হলিউড অভিনেতা রায় ডোট্রিস মারা গেছেন। বহুল জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’র অভিনেতা তিনি।

৯৪ বছর বয়সী এই অভিনেতা লন্ডনে নিজের বাস ভবনে স্থানীয় সময় সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গেম অব থ্রোনস’-এর সিজন ২-এর উইজডম হ্যালির চরিত্রটিকে অসাধারণভাবে ফুটিয়ে তুলে ব্যাপক সুনাম কুড়িয়েছেন রায় ডোট্রিস।

টনি অ্যাওয়ার্ড বিজয়ী এই ব্রিটিশ অভিনেতা সর্বাধিক পারফর্ম্যান্সের জন্য ১৯৮৪ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন। ১৯২৩ সালের ২৬ মে চ্যানেল দ্বীপপুঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে যুক্তরাষ্ট্রের রয়্যাল এয়ার ফোর্সে কাজ করতে দেখা যায়। জীবদ্দশায় তিনি টনি অ্যাওয়ার্ড, ড্রামা ডেস্ক অ্যাওয়ার্ড ও ব্রিটিশ অ্যাকাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডসহ আরও বেশকিছু উল্লেখযোগ্য পুরস্কার অর্জন করেন।

 

সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি