ঢাকা, শুক্রবার   ২৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গোল্ডেন বল বড়জোর সান্ত্বনা পুরস্কার : মাদ্রিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ১৭ জুলাই ২০১৮ | আপডেট: ১৬:৫৩, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে এমবাপে, পগবা আর গ্রিজমানরা যখন স্বপ্নপূরণের আনন্দে লুজনিকির একপ্রান্ত থেকে অপর প্রান্তে দৌঁড়ে বেড়াচ্ছিলেন, ঠিক সেই সময় স্বপ্ন ভাঙার যন্ত্রণা নিয়ে একা দাঁড়িয়েছিলেন ক্রোয়েশিয়ার প্রাণভোমরা লুকা মাদ্রিচ৷ তার স্বপ্ন ছিল যে, ক্রোয়েশিয়ার ঘরে বিশ্বকাপ পৌছে দেওয়া। সেটি আর হলো না। তবে রাশিয়া মহারণের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন তিনি।

গ্রুপ পর্যায় থেকে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত সব কটি ম্যাচ জিতে লুজনিকির বিশ্বকাপ ফাইনালে পা রেখেছিল ক্রোয়েশিয়া৷ বিশ্বকাপের প্রতিটা ম্যাচেই প্রশংসিত হয়েছে ক্রোয়েশিয়ার অধিনায়ক মাদ্রিচের খেলা৷

দলনায়কের উপর আস্থা রেখেই প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলেন ক্রোটরা৷ খুব কাছে এসেও বিশ্বকাপ স্পর্শ করতে পারলেন না ক্রোট অধিনায়ক৷ বিশ্বকাপ না জিতলেও গোল্ডেন বল জেতেন মাদ্রিচ৷ তবে বিশ্বকাপের ট্রফির সামনে এই পুরস্কারকে সান্ত্বনা পুরস্কার বলেই মনে হয়েছে তাঁর৷

ক্রোয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারি টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন৷ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে এই খেতাব জিতেছিলেন এলএম টেন৷ আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড মেসি তথা এলএম টেন৷ এবার জিতলেন ক্রোয়েশিয়ান লুকা মাদ্রিচ, নাম-পদবির আদ্যাক্ষর ও জার্সি নম্বর মিলিয়ে যাঁকেও এলএম টেন বলে অখ্যা দেওয়া যায়৷

গোল্ডেন বল জেতার পর ক্রোট অধিনায়ক বলেন, এই পুরস্কার অবশ্যই গর্বের৷ তবে এটা বিশ্বকাপ নয়৷ আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম৷ পুরো টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি৷ কিন্তু কখনও কখনও ভালো খেলা দলও ট্রফি জেতে না৷

এরপর বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপ থেকে মাদ্রিচ যোগ করেন, আমি ক্রোয়েশিয়ার জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম৷ সেটা হয়নি, এটাই সত্যি৷ গোলেন্ড বল আমাদের জন্য নিতান্ত সান্ত্বনা পুরস্কার৷

মাদ্রিচের আগেও বেশ কয়েকজন কিংবদন্তি ফুটবলার বিশ্বকাপ হাতছাড়া করে গোল্ডেন বলেই ‘সান্ত্বনা’ পেয়েছেন৷ তালিকায় অবশ্যই থাকবেন অলিভার কান, জিনেদিন জিদান, দিয়েগো ফোরলান এবং লিও মেসি৷

সূত্র : জিনিউজ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি